শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসরের পাশাপাশি এতে আছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জ। যার বাজারমূল্য মাত্র ১৩,৯৯০ টাকা।
২৯ ডিসেম্বর বিশেষ অফারে জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজে ফার্স্ট অনলাইন সেলে মাত্র ২ মিনিটের ভেতরে ফোনটির ২০০০ ইউনিট বিক্রি হয়। এরই মাধ্যমে রিয়েলমি নারজো ২০ দারাজে বিক্রি হওয়া দ্রুততম গেমিং স্মার্টফোনের খেতাব অর্জন করেছে। ফোনটি এখন সারা দেশে রিয়েলমির প্রতিটি ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: বাজারে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন
রিয়েলমি নারজো ২০-এর শক্তিশালী প্রসেসর, এআরএম মালি-জি৫২ জিপিইউ ও ৪ গিগাবাইট র্যামের সাথে মিলে ২.০ গিগাহার্টজ পর্যন্ত বিস্ময়কর গতিতে কাজ করতে পারে এবং অতুলনীয় গেমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। আনতুতু বেঞ্চমার্কে রিয়েলমি নারজো ২০-এর গেমিং স্কোর ২ লাখেরও বেশি!
আরও পড়ুন: দেশের মোবাইল ব্র্যান্ডগুলোর শীর্ষ চারে রিয়েলমি
৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরায় ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা যাবে। ক্যামেরা সেটাপে আরও আছে ১১৯ ডিগ্রির ৮ মেগাপিক্সেলে আল্ট্রা ওয়াইড ক্যামেরায় লেন্স ও একটি আল্ট্রা-ম্যাক্রো লেন্স। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় এআই বিউটফকেশন, এইচডিআর মোড, পোর্ট্রেট মোড ও প্যানোসেলফি মোডে তোলা যাবে অনন্য সব সেলফি। এছাড়াও আছে ১০৮০ পিক্সেলে ফুল-এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধা। বিশাল ব্যাটারিতে ১১ ঘন্টার বেশি নিরবচ্ছিন্ন অনলাইন গেম খেলা যাবে। ৮৮.৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওর মিনি ড্রপ ৬.৫-ইঞ্চি বড় ডিসপ্লে দেবে চমৎকার ভিউইং এক্সপেরিয়েন্স।
আরও পড়ুন: চলে এল রিয়েলমির ডিজাইনার টয় রিয়েলমিয়াও
অন্যদিকে, রিয়েলমির চিফ ট্রেন্ড অফিসার রিয়েল মিয়াও বিশ্বব্যাপী ফ্যানদের থেকে শুভেচ্ছা গ্রহণ করে সেগুলো নিয়ে মহাকাশে যাবার প্রস্তুতি নিচ্ছে। ২০২০-কে বিদায় বলার মাধ্যমে ২০২১-কে স্বাগতম জানিয়ে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছে রিয়েল মিয়াও।
আরও পড়ুন: দারাজে দুই মিনিটেই বিক্রি ২ হাজার ‘রিয়েলমি নারজো ২০’
সিলভার সোর্ড ও ব্লু ব্লেড- এ দুটি আকর্ষণীয় রঙে ট্রেন্ডসেটিং রিয়েলমি ইউআই-এ রিয়েলমি নারজো ২০ এখন দেশব্যাপী প্রতিটি রিয়েলমি ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে। সারা দেশে এখন রিয়েলমির ২০০টিরও বেশি ব্র্যান্ড শপ আছে।
আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো আসছে গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০